জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জহিরুল ইসলাম অপু নামে এক যুবককে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ।
২১ নভেম্ব, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রাম থেকে গ্রেফতার করা হয় আসামিকে তিনি গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রামের বাসিন্দা এবং ইনছান আলীর ছেলে। তাছাড়া জহিরুল ইসলাম অপু
কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছে বলে জানা গেছে । তার মামলা নং - সিআর ৮৯ (১) ২৪ ও দায়রা জজ আদালত ২২৯ /২৫ ।
কেন্দুয়া থানার এএসআই আলমগীর হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানায় কেন্দুয়া থানা পুলিশ।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, তার নামে আদালতে জারি থাকা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ । তিনি আরো বলেন, ইতোমধ্যে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত