জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিইবি'র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি " এই প্রতিপাদ্যে বুধবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোণা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোণা জেলা শাখার সভাপতি এস এম মুসা'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাদেক খান ও আলহাজ্ব ইন্জিনিয়ার এ বি মোহাম্মদ আলী'র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ রেহান মিয়া রায়হান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নায়েব আলী খাঁন, নেত্রকোণা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত,
নেত্রকোণা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন, রুজেল শিক্ষা পল্লী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম হাদী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানান।
এর আগে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত