আবদুল্লাহ আল হৃদয়ঃ-
সারা দেশের ন্যায় সরাইলেও ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এই উপলক্ষে সরাইল উপজেলা বিএনপি এক বর্ণাঢঢ্য র্যালী ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।
৭ নভেম্বর শুক্রবার বিকালে সরাইল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি উচালিয়াপাড়া হাসপাতাল মোড়ে এসে সমাপ্ত হয়। এখানে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট তপু লস্কর, ডি এম দুলাল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
উপস্থিত নেতৃবৃন্দ ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন এবং জাতীয় সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল।
র্যালী ও মোনাজাতে অংশ নেওয়া নেতাকর্মীরা "জিয়াউর রহমান অমর হোক," "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক" ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই আয়োজনের মাধ্যমে সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দেশ নেএী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করা হয়।
এই আয়োজনের মধ্য দিয়ে সরাইল উপজেলা বিএনপি তাদের সাংগঠনিক শক্তি ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত