হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, পক্ষপাতমূলক কমিটি গঠন এবং তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি হোমনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু নিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিভাজন সৃষ্টি ও কমিটি বাণিজ্যের মাধ্যমে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছেন। এরই প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীরা এই প্রতীকী ঝাড়ু মিছিলের আয়োজন করেছেন।
নেতাকর্মীরা আরও বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে কমিটি গঠন করা হচ্ছে, তা কখনোই মেনে নেওয়া হবে না। দলীয় ঐক্য ও সংগঠন রক্ষায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।
মিছিলে হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত