জেলা প্রতিনিধি, (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণায় বিএনপি'র পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনে মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রভাবশালী নেতা ঐক্যবদ্ধ হয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রভাবশালী নেতা হচ্ছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন ও সাবেক সংসদ সদস্য হাজী মোঃ আবু আব্বাছ এর পুত্র টিপু আব্বাছ।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ জন নেতা ঐক্যবদ্ধ ভাবে দুপুর ১২ টায় জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
কার্যক্রম শুরুর প্রাক্কালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী সাংবাদিকদের বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তারেক রহমানের গতিশীল নেতৃত্ব জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। এটা বুঝতে পেরে দেশী-বিদেশী শত্রুরা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পি আর পদ্ধতি ও গণভোটের নামে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ও নানা ধরনের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান।
জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান বলেন, আমাদের নেতা তারন্যের অহংকার
তারেক রহমান নভেম্বর মাসেই দেশে আসবেন। তিনি বলেছেন, বৃহত্তর ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের মাঝে কোন ফাটল ধরানো যাবে না।
দলীয় হাই কমান্ড যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই মিলে তার পক্ষেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।
বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা জনগনের মাঝে পৌঁছে দিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে ধানের শীষের মনোনয়ন দিবে, তারই পক্ষেই সবাই মিলে কাজ করবো।
এক পর্যায়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম গণ মিছিলে রূপ নেয়। মিছিলটি জেলা শহরের স্টেশন রোড, তেরী বাজার, ছোট বাজার, মোক্তার পাড়া, নাগড়া হয়ে পূনরায় কোর্ট স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত