*জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*
নর্থ সাউথ ইউনিভার্সিটির হিন্দু ছাত্র অপূর্ব পাল কর্তৃক ধর্ম নিয়ে কটুক্তি এবং পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জেলা শহরের বড়বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোণা জেলা শাখা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহী, কেন্দ্রীয় সূরা সদস্য, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমদ জিহাদী, মাওলানা খাইরুল বাশার, জেলা খেলাফত নেতা মাওলানা আব্দুল হালিম, অধ্যাপক মুজিবুল হক, মোঃ আব্দুল হামিদ, মুফতি মোহাইমিনুল ইসলাম, যুবনেতা মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা খেলাফত যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, জেলা খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মোতালিব খান, সদর উপজেলা খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা সাকিব আল হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে একটি মহল বারবার কোরআন হাদিস আল্লাহ এবং তাঁর রাসূলকে নিয়ে একের পর এক কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি হিন্দু শিক্ষার্থী অপূর্ব পালকে কোরআন অবমাননার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত