জেলা প্রতিনিধি, নেত্রকাণা:
নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওঠানা নামক স্থানের কুরের পাড় হাওর এলাকায় দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি কালে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে
৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭০ ভরি রূপা ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২৭ সেপ্টেম্বর) শনিবার মাগরিবের আযানের পর মেন্দিপুর ইউনিয়নের হাওরে নাওঠানা নামকস্থানে দুইটি ট্রলারে ডাকাতরা অতর্কিতভাবে হামলা করে। হামলায় ট্রলারের যাত্রী মোহনগঞ্জ পৌর শহরের ৪ নং ওয়ার্ড দেওথান এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী হিমেল বণিক (২৮) নামের ব্যাক্তিকে আহত করে তার কাছে থাকা ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭০ ভরি রূপা ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে তদন্ত চলছে, ডাকাতদের গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত