ডেক্স রিপোর্টঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা করেন। উৎসবমুখর এই পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়।
পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়। ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হয়।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, “উপজেলা প্রশাসনের নিরলস প্রচেষ্টা, সহযোগিতা ও সঠিক পরিকল্পনা ছাড়া এত বড় একটি ধর্মীয় উৎসব এত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। এজন্য আমরা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
এছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হাসানসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
তাদের মতে, প্রশাসনের ইতিবাচক সহযোগিতা ও তত্ত্বাবধানে দুর্গাপূজা একটি সফল উৎসবে রূপ নিয়েছে, যা পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত