আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। এ সময় চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৫টার দিকে নবীনগর থানার পুলিশ পৌরসভার ৪নং ওয়ার্ডের বিলকিস বেগমের মালিকানাধীন বৌ-সাজ বিউটি পার্লারে অভিযান চালায়। এ সময় পুলিশ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ১০,০১৮টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন— ১। শেফালী বেগম (৪০) ২। খাদিজা আক্তার (২০) ৩। তাসলিমা আক্তার (১৯) ৪। লাকি বেগম (২৯)
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা ওই পার্লারকে আড়াল হিসেবে ব্যবহার করে জাল নোটের ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত