
জুলাই বিপ্লবের অনুপ্রেরণাকে সামনে রেখে দেশের গণমাধ্যম অঙ্গনে যাত্রা শুরু করল নতুন প্রজন্মের সংবাদমাধ্যম ‘দেশ এডিশন’। তরুণদের ভাবনা, উদ্যম ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নতুন দিশায় এগিয়ে আসছে এই অনলাইন প্ল্যাটফর্ম।
‘দেশ এডিশন’-এর সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল হক (রনি) বলেন,
“জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান যে স্পিডে দেশের মানুষের মধ্যে আলোড়ন তুলেছিল, সেই প্রেরণাই আমাদের অনুপ্রেরণা। আমাদের লক্ষ্য—তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশের গণমাধ্যমের মান উন্নত করা।”
তিনি আরও বলেন,
“‘দেশ এডিশন’ শুধু একটি নিউজ পোর্টাল নয়; এটি হবে তরুণ সাংবাদিক, লেখক ও পাঠকদের মিলনস্থল। এখানে থাকবে সত্য সংবাদ, নিরপেক্ষ বিশ্লেষণ এবং দেশের ইতিবাচক পরিবর্তনের বার্তা।”
গণমাধ্যম বিশ্লেষকরা মনে করছেন, ডিজিটাল যুগে তরুণদের উদ্যোগে এমন এক সংবাদমাধ্যমের আত্মপ্রকাশ দেশের মিডিয়া অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে।
সম্পাদক রনি দেশবাসীর প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন,
“আমরা সত্যের পথে, জনগণের পাশে। ‘দেশ এডিশন’ হবে জনগণের কণ্ঠ, তরুণদের প্রেরণা।”
উল্লেখ্য, ‘দেশ এডিশন’ ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ শুরু করেছে এবং দেশব্যাপী সংবাদ প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে।