1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনার ভাওরখোলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের লেখালেখির পর অভিযুক্ত আটক বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষিজমি রক্ষায় জিরো টলারেন্স: চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় লাখ টাকা দণ্ড” সোনাই নদীতে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের অভিযান আখাউড়ায় সনদহীন চিকিৎসা: নয়ন ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা। চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে সুপারভাইজার নিহত। নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বিজয়নগরে যুবলীগ নেতা কাউছার গ্রেপ্তার মেঘনার শিকিরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযান: ১৮০ পিস ইয়াবাসহ আটক ২ হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে কম্বল বিতরণ

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে বিজয়নগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিজয়নগর উপজেলা প্রশাসন কর্তৃক এক প্রস্তুতিমূলক সভা আজ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পূজা মণ্ডপগুলোতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ইভটিজিং, মাদক সেবন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, পূজার সময় আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।
সেনাবাহিনীর একজন কর্মকর্তাও সভায় উপস্থিত ছিলেন এবং পূজা চলাকালীন সময়ে নিরাপত্তা বিধানে তাঁদের প্রস্তুতির কথা জানান।
আরও বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, বিজয়নগর উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক শংকর গোস্বামী এবং সদস্য সচিব লিটন দেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিজয়নগরে একটি শান্তিপূর্ণ ও আনন্দময় পূজা অনুষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রতিমা বিসর্জন রাত ৮টার মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও বলেন, উপজেলায় মোট ৫৫টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন এই মহোৎসব সফল করতে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
আজ সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সভা, আসন্ন দুর্গাপূজা সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট