জেলা প্রতিনিধি দ্বীপক চন্দ্র সরকার নেত্রকোনা:-
নেত্রকোনায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব এ বছর অনুষ্ঠিত হবে ৫১৯টি পূজামণ্ডপে। যা গত বছরের তুলনায় ৫২টি বেশি।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে জেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। খড়, কাঠ ও মাটি দিয়ে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা তৈরি করা হয়েছে। এখন চলছে রঙ-তুলির কাজ। এ কাজে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নিচ্ছেন।
গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবীর আগমনী বার্তা শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানান, প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা, অনলাইনে সার্বক্ষণিক মনিটরিং, আনসার-পুলিশসহ সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সাথে ইতোমধ্যে সভা করা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত