আবদুল্লাহ আল হৃদয়ঃ-
উৎসবমুখর পরিবেশে বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইছাপুরা যুবদলের সভাপতি নূর মুহাম্মদ আরাফাতের শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। শনিবার রাতে বিজয়নগর প্রেসক্লাবের সামনে কেক কেটে এই আনন্দঘন মুহূর্তটি উদযাপন করা হয়।
জন্মদিন উপলক্ষে সকাল থেকেই আরাফাতের বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন। দিনব্যাপী শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই যুবনেতা।
২১ সেপ্টেম্বর ২০২৫ ইং রবিবার রাত ৯টায় বিজয়নগর প্রেসক্লাবের সামনে আয়োজিত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা। এ সময় নূর মুহাম্মদ আরাফাতের সাথে উপস্থিত ছিলেন সাবেক বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সী, বিজয়নগর প্রেসক্লাব ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, বিজয়নগর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কাদির, হরষপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জীবন মিয়া, ইছাপুরা ইউনিয়ন এর সভাপতি সাগর আহমেদ, বিজয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, বিজয়নগর উপজেলা ছাত্রনেতা মোস্তাক আহমেদ সোহেল এবং চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ রিপন মিয়াসহ অন্যান্য দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।
উপস্থিত অতিথিরা নূর মুহাম্মদ আরাফাতকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সী আরাফাতের উজ্জ্বল ভবিষ্যৎ ও রাজনৈতিক সফলতার জন্য শুভকামনা জানান। তিনি বলেন, আরাফাত একজন নিবেদিতপ্রাণ কর্মী এবং এলাকার যুব সমাজের জন্য অনুপ্রেরণা।
কেক কাটার পর উপস্থিত সকলের মধ্যে একে অপরকে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। এই আয়োজনে বিজয়নগরের রাজনৈতিক মহলে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত