জেলা প্রতিনিধি, নেত্রকোনা :
পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নেত্রকোনায় নূর নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী মোবারক শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র
ঈদ ই মিলাদুন্নবী উদযাপন কমিটি, নেত্রকোনা জেলা এই সেমিনারের আয়োজন করে।
জামালপুর খাজায়েনে রহমত পাক দরবার শরীফ এর খাদেম আলহাজ্ব মাওলানা শোয়াইব উদ্দিন পাঠান আল মুজাদ্দেদী এর সভাপতিত্বে জামালপুর নান্দিনা খাজা ইউনূছিয়া পাক দরবার শরীফ এর খাদেম ও পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উদযাপন কমিটি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হানাফি আল মুহাদ্দেদী এর সঞ্চালনায় সেমিনারে নূর নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী মোবারক বিষয়ে আলোচনা করেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উদযাপন কমিটি সভাপতি শহীদ উল্লাহ পাঠান আল মুজাদ্দেদী, এনায়েতপুর পাক দরবার শরীফ এর খাদেম বাকি বিল্লাহ আল মুজাদ্দেদী, ময়মনসিংহ শম্ভুগঞ্জ লালকুটি দরবার শরীফ এর খাদেম মোঃ সিরাজুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম চৌধুরী সম্রাট, বারহাট্টা সরকারি কলেের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ, নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহ, মাওলানা হাসমত উল্লাহ আল মুজাদ্দেদী, মোঃ কামরুজ্জামান আল মুজাদ্দেদী ও মাওলানা আলী আকবর প্রমূখ।
অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সাঃ) এর উপর মিলাদ শরীফ এবং সর্বশেষ দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত