1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

কালের ভিটা ফুটবল প্রিমিয়ার লীগ মৌচাক আমবাগ একাদশের জয়লাভ।

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

গাজীপুর কোনাবাড়ির কালের ভিটা নছিম উদ্দিন খেলার মাঠে ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো মরহুম গিয়াস উদ্দিন সরকার স্মৃতি স্মরণে কালের ভিটা ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনার এই খেলায় মৌচাক আমবাগ একাদশ ৩-০ গোলে খোশি নাথ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ফুটবল উৎসবে সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন লিরিক গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আলহাজ্ব মোঃ আব্দুল হক। এছাড়াও গাজীপুর ও কোনাবাড়ী থানা বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ দর্শক খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় মৌচাক আমবাগ একাদশ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ৩টি গোল আদায় করে নেয়। খোশি নাথ একাদশ চেষ্টা করেও মৌচাক আমবাগ একাদশের রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি।
খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আলহাজ্ব শওকত হোসেন এবং প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ আব্দুল হক চ্যাম্পিয়ন মৌচাক আমবাগ একাদশের খেলোয়াড়দের হাতে জমকালো চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ আব্দুল হক তার বক্তব্যে খেলার মাঠের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “ক্রীড়াঙ্গনের উন্নতি জাতির সার্বিক উন্নয়নে সহায়ক। আজকের এই সুন্দর খেলা দেখে আমি অত্যন্ত আনন্দিত। কালের ভিটা নছিম উদ্দিন খেলার মাঠের উন্নয়নে আমি এলাকার নেতৃবৃন্দের সাথে আলোচনা করব এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করার চেষ্টা করব।”
তার এই প্রতিশ্রুতি উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ আলহাজ্ব মোঃ আব্দুল হককে তার এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
এই টুর্নামেন্ট কেবল একটি ফুটবল প্রতিযোগিতাই ছিল না, এটি এলাকার তরুণদের মাঝে সম্প্রীতি ও সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিয়েছে। একই সাথে, খেলার মাঠের উন্নয়নের প্রতিশ্রুতি এলাকার ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট