নিজস্ব রিপোর্ট :-
কুমিল্লার বরুড়া উপজেলার ৫ টি ইউনিয়নে ভুমি অফিসে বিনা বেতনে ৫ কর্মচারী ২০১৬ ইং হতে আজ পর্যন্ত কর্মরত রয়েছেন ' ইউনিয়ন গুলো হচ্ছে৷ ১/ ঝলম দঃ ২/ খোসবাস উত্তর ৩ / আদ্রা ইউনিয়ন ৪/ দেওড়া দঃ ৫ / পয়ালগাছা উত্তর ইউনিয়ন ভুমি অফিস ৷ উল্লেখিত ইউনিয়ন ভুমি অফিসে কর্মরত কর্মচারীগন কোন স্বার্থে ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত কর্মরত রয়েছে? তাদের নেই কোন বেতন ভাতা ' এমন কি দৈনিক হাজিরা ভিত্তিক উপজেলা প্রশাসন থেকে নেই কোন দৈনিক টাকা পয়সা৷ যার ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তারা কোন স্বার্থে ' ইউনিয়ন ভুমি অফিস গুলোতে কর্মরত রয়েছে৷ জানা যায় ২০১৪ সালের শেষের দিকে ২ দু বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগকৃত ৫ কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়৷ নিয়োগের মেয়াদ শেষ হলেও ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত উক্ত ৫ কর্মচারী কিভাবে দীর্ঘ ১০ বছর বিনাবেতন চাকরি করছে৷ কোথা থেকে অফিসে আসার যাতায়াত খরচ পায় তারা তাদের পরিবার কিভাবে চলছে ? একারনে সাধারণ জনগনের মনে প্রশ্ন জাগবেই ১০ বছর কি করে একটা লোক সম্পুর্ন বিনে পয়সায় চাকরি করেন৷ পর্যবেক্ষক মহল মনে করেন একটা লোক সম্পুর্ন বিনে পয়সায় ১০ বছর চাকরি করেন কোন স্বার্থে ? খুঁজে বেড় করা দরকার৷
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত