আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে নির্মিত কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টুর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন—
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন
সহ-সভাপতি এবিএম মমিনুল হক
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম
সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম রুমা
জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা
সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা আরও বলেন— বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি মুঠোফোনের অযথা ব্যবহার কমিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সিঙ্গারবিল বাজারসহ বিভিন্ন হাট-বাজার, মসজিদ-মাদ্রাসা ও ব্যবসায়ী মহলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত