আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ মানিক মিয়ার বাড়িতে বুধবার রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে। ডাকাত দল নগদ ৬ লক্ষ টাকা, দশ ভরি স্বর্ণালঙ্কার এবং প্রবাসী দুই ছেলের উপার্জিত টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২রা সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ২ টায় মানিক মিয়ার মাটির ঘরের একপাশে তার পুত্রবধূ এবং অসুস্থ মানিক মিয়া ঘুমিয়ে ছিলেন। অপর পাশের জানালার নিচ থেকে মাটি খুঁড়ে জানালা খুলে ডাকাত দল ঘরে প্রবেশ করে।
তারা মানিক মিয়াকে হাত-পা বেঁধে ফেলে এবং তার পুত্রবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং প্রবাসী দুই ছেলের সকল উপার্জন ছিনিয়ে নেয়। আসবাবপত্রের মধ্যে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, কয়েকটি কম্বল, একটি ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন জিনিসপত্রও খোয়া গেছে।
অসুস্থ মানিক মিয়া ও তার স্ত্রী জানান, ঘরের ছাদ ঢালাই করার জন্য তারা নগদ টাকা ঘরে রেখেছিলেন এবং স্বর্ণালঙ্কারও ঘরেই ছিল। ডাকাত দল সবকিছু নিয়ে গেছে। মানিক মিয়া আরও জানান, মুখোশ পরা ৬ জন ডাকাত তাদের চোখের সামনেই সবকিছু লুট করে নিয়ে যায়। মানিক মিয়া আরও জানায় ডাকাতরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত