অঞ্জনা চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালি করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে আলমপুর চৌরাস্তা চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকমিরা ও অংশ নেন।
উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এসময় দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে আনন্দ র্যালিতে অংশ নেন। অনেক নেতাকর্মির হাতে সেলিম রেজাকে এমপি হিসেবে দেখতে চাই লেখা ব্যান্যার ও ফেস্টুন দেখা গেছে। তারা সেলিম রেজার নামে নেচে গেয়ে স্লোগান দিতে থাকে।ওই র্যালিতে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাও অংশ নেন। র্যালির শুরুতে সামনে দাঁড়িয়ে হাত তুলে অভিবাদন জানান দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা, সেলিম রেজা ও কনকচাঁপা। এসময় তাদের বেশ উৎফুল্ল দেখাচ্ছিলো।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়ায় কাজিপুর পৌরসভাসহ ১২ ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও অ্যাডভোকেট রবিউল হাসান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত