আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি সভা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আবদুল মমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতী আবু নাছের জিহাদী। ডাক্তার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন জিয়াউল ইসলাম ইকবাল মাস্টার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মাওলানা আবদুল কাদের। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সি, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শাজাহান খান, মুহাম্মদ কাওছার মিয়া, আবদুর রহিম, ছায়েদ মেম্বার, শাজাহান মাস্টার এবং সাচ্চু মিয়া।
বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে নতুন কমিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং কমিটির সাফল্য কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবু নাছের জিহাদী মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান অবস্থা তুলে ধরেন এবং নতুন কমিটির মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় হাজীপুর, জালালপুর, বুল্লা, খাদুরাইল, কালীসিমা, পাইকপাড়াসহ পাঁচগাঁওয়ের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সুধীজন প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত