আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গত ৮ই আগস্ট, ২০২৫ তারিখে আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩শে জুলাই, ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ২৪শে জুলাই সকাল ৮টার মধ্যে বিজয়নগর থানা এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা একটি বাড়ি থেকে প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মোট মূল্য ২,০০,০০০/- টাকা। চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল ০১টি স্বর্ণের লকেটসহ চেইন, ০১টি স্বর্ণের লকেট, ০১টি স্বর্ণের হাতের ব্রেসলাইট, ০৩টি স্বর্ণের নাক ফুল এবং ০১ জোড়া স্বর্ণের কানের দুল।
এ ঘটনায় রুবিনা আক্তার (৪০) বাদী হয়ে গত ৮ই আগস্ট, ২০২৫ তারিখে বিজয়নগর থানায় ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে বিজয়নগর থানায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-২০, তারিখ- ০৮/০৮/২০২৫; জি আর নং-৩১৮, ধারা- ৪৫৭/৩৮০ দণ্ডবিধি, ১৮৬০)।
পরবর্তীতে, একই তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/সুমন চন্দ্র দাস ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন:১। ডালিম মিয়া (২০), পিতা- কালা মিয়া, সাং-বুধন্তী, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ২। উদয় শংকর দাস (৩৫), পিতা-বিমল দাস, সাং-চান্দুরা, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ৩। ফেরদৌস মিয়া (৫৫), পিতা- মৃত আব্দুল হামিদ, সাং-গোপালপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত ও দখল থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ০১টি স্বর্ণের লকেটসহ চেইন, ০২টি (পাথরসহ) স্বর্ণের নাকফুল, ০১টি (পাথরসহ) স্বর্ণের লকেট এবং ০১টি (পাথরসহ) স্বর্ণের ব্রেসলেট।
আসামীদেরকে যথাযথ নিয়মে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, স্বর্ণালংকার চুরি ঘটনায় বাদীর এজাহার মুলে আমরা চুরি হওয়া মালামাল সহ তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি । জড়িত থাকা অন্যান আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply