নিজস্ব সংবাদতাতা :- উপজেলা প্রকৌশলী অফিসে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে হরিলুট ' কাজ না করে সরকারি টাকা উত্তোলন করে আত্মসাৎ করা সহ অনেক অনিয়ম করা হয়েছে ' এমন কি কালে ভাদ্রে প্রকাশিত হয়না এমন পএিকায় টেন্ডার নোটিশ দিয়ে সরকারি অর্থ অপচয় করা হয়েছে ৷ এবং বেশ কয়েক টি রাস্তার কার্পেটিং সহ বিভিন্ন রাস্তার কাজ সিডিউল অনুযায়ী কাজ না করে বিভিন্ন ঠিকাদারগনের সাথে আঁতাত করে বরুড়া উপজেলা প্রকৌশলী অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মচারী ' (কর্মকর্তা বলবো না কারণ প্রজাতন্ত্রের আইন অনুযায়ী সবাই প্রজাতন্ত্রের কর্মচারী) বিভিন্ন কৌশলে কতিপয় দুর্নীতিবাজ ঠিকাদারের সাথে আঁতাত করে নিন্মমানের কাজ করে এবং কাজ না করে বিল উত্তলন করে টাকার পাহাড় গড়ে তুলেছ৷মনে এমন অবস্থা ==উলটপালট করে দে মা লুটেপুটে খাই৷৷ ==যার অনেক প্রমান আমাদের হাতে সংরক্ষিত৷ বিস্তারিত আগামীকাল সন্ধ্যা ৬ টায় ঢাকা সেন্টাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তুলে ধরবো ---
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত