আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই ২০২৫ ইং তারিখে উপজেলা মিলনায়তনে "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি)" এর আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রিসার্চ অফিসার ডক্টর গৌতম কুমার রায় এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমীনের সভাপতিত্বে এবং আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহজালাল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ইসলামপুর আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, কালাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ ভূইয়া, ইসলামপুর কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের সভাপতি মুন্সী আসাদুজ্জামান আসাদ, মেরাশানী পলিটেকনিক ইনস্টিটিউশনের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান ভূইয়া মিন্টু, মোহাম্মদপুর সুন্নিয়া আলীম মাদ্রাসার সভাপতি এডভোকেট মনির হোসেন, বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুর রহমান বাবুল, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ও মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ এবং বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়।
বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সকল অভিভাবকদের তাঁদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন। তাঁরা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের সাফল্যের মাধ্যমেই দেশ ও জাতি এগিয়ে যাবে।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন স্কুলের সভাপতি, প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত