1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। নেত্রকোণা খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট বিজয়নগরে পূজাশেষে মদের পার্টি: দুইজনের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক স্থানীয় সমাজে শোকের ছায়া, উঠছে নানান প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ আদায়ের অভিযোগে ওসিসহ ছয় হাইওয়ে পুলিশ সদস্যকে প্রত্যাহার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় কর্মরত ছয় পুলিশ সদস্যকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একটি পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্র অনুযায়ী, ৩ জুলাই ২০২৫ইং তারিখে সিলেট থেকে ঢাকার দিকে যাওয়া একটি কাভার্ড ভ্যানকে মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ থামায়। পরবর্তীতে, ওই গাড়িতে অবৈধ পণ্য রয়েছে এমন অভিযোগ তুলে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ ওঠে।এই ঘটনাটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
এই ঘটনার জের ধরে গতকাল সোমবার ওই ছয় পুলিশ সদস্যকে সরাইল খাঁটিহাতা থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে, উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া ওই থানার ভারপ্রপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয়জনকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে কার কী ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়, তা খতিয়ে দেখে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট