1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ আদায়ের অভিযোগে ওসিসহ ছয় হাইওয়ে পুলিশ সদস্যকে প্রত্যাহার। নেত্রকোণা সীমান্তে বিজিবি’র অভিযানঃ ৬৫ বোতল ভারতীয় মদসহ অটো ভ্যান গাড়ী আটক। দেশের চলমান পরিস্থিতিতে কাজিপুর উপজেলা বিএনপির আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু। নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সোহাগ হত্যার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ জেলা প্রতিনিধি, নেত্রকোণা: কাজিপুরে কাজ শেষে ঠিকাদার জানলেন বরাদ্দের অর্থ ফেরত গেছে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের আত্মহত্যা বিজয়নগরে বর্ণাঢ্য আয়োজনে ‘অভিযান’-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বৃষ্টি উপেক্ষা করে বিজয়নগরে ঐতিহ্যবাহী ষাঁড় ফুটবল, যুগ্ম চ্যাম্পিয়ন উভয় দল।

লাকসামে বন্যায় জলাবদ্ধতা রোধে খাল পরিস্কার অভিযান।

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্টার

বর্ষা মৌসুমে বন্যা ও জলাবদ্ধতার ভয়াবহতা রোধে লাকসাম পৌরসভা ও ৮টি ইউনিয়নে নদী, খাল, ড্রেন পরিষ্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে লাকসাম উপজেলা প্রশাসন। ১৭ মে দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদের নেতৃত্বে পৌরসভা এবং সকল ইউনিয়নে নদী, খাল, ড্রেনের নর্দমা পরিস্কা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। খাল পরিস্কার ও অবৈধ স্থাপনা উদ্ধার অভিযানে সহযোগী হিসেবে কাজ করেন সকল ইউনিয়ন পরিষদের সচিবসহ সকল কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্কুল মাদ্রাসার স্কাউট দল।
জানা যায়, গত বছরের আগষ্ট-সেপ্টেম্বরের ভয়াবহ বন্যায় এ উপজেলা প্রায় ১‘শ কোটি টাকার মৎস্য বিভাগে ক্ষতি হয়। পাশাপাশি বর্ষায় টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে লাকসাম উপজেলার সাধারণ মানুষ দীর্ঘ কয়েক মাস পানিবন্দি ছিলো। যার কারণ হিসেবে উঠে আসে লাকসাম ফতেপুর থেকে নোয়াখালী জেলার চৌমুহনী পর্যন্ত বেরুলা খালটি বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং পাশ্ববর্তী জমির মালিকানা ব্যাক্তিদের দখল ও ভরাট। এ খালটি দখল করে ভরাট করায় শাখা খালের পানি নিষ্কাশনের বাধা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে পরিত্রাণ পেতে বর্তমান উপজেলা প্রশাসন খাল-বিল পরিস্কারসহ অবৈধ স্থাপনা উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করেন। এব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ বলেন, গত বছরে লাকসামে ভয়াবহ বন্যার কথা শুনেছি এবং অনেক ভয়াবহতার চিহ্নও দেখেছি। আগামী দিনে যেকোন ধরণের বন্যা এবং জলাবদ্ধতা রোধে খাল পরিস্কার, অবৈধ স্থাপনা অপসারণসহ সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে। প্রশাসনের পাশাপাশি এলাকার সচেতন নাগরিকরাও এসব প্রতিবন্ধকতা দেখলে তা রুখে দিতে হবে। আমরা এখন থেকে সবসময় এসব দুর্যোগের বিষয়ে সচেতন থাকবো। কেউ যেন পূনরায় এই অন্যায়গুলো করতে না পারে। পূর্ব সাহেবপাড়া খাল পুরস্কার পরিচ্ছন্নতা অভিযানে লাকসাম পুর্ব ইউনিয়ন পরিষদ সহ নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল এবং ফুলগাঁও ফাজিল মাদ্রাসার স্কাউট দল অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানান লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব মীর শহিদুল হক।
খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান বিষয়ে আজগরা ইউনিয়নের কালিয়াচৌ গ্রামের ইমান হোসেন বলেন, গতবারের বন্যায় আমাদের বাড়িঘরসহ ব্যবসা-বাণিজ্যের বেশ ক্ষতি হয়েছে। বেরুলা খালটি যদি দখল না হতো তাহলে বড় ধরণের ক্ষতির মুখে আমরা পড়তাম না। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার দখলকৃত খাল উদ্ধারে যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন তাতে আমরা বেশ খুশি। এসব খালগুলো দখলমুক্ত থাকলে বন্যার ভয়াবহতা থেকে লাকসামবাসী রক্ষা পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট