আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত, নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে, ভারতীয় বিএসএফ কর্তৃক, ভারতীয় নাগরিক অনুপ্রবেশের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়।
এ সময় এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সীমান্তে পুশইন ঠেকাতে এলাকাবাসী ঝড়ো হতে থাকে।অপর দিকে সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যগন।
গোপন সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা বিমানবন্দরের পার্শ্ববর্তী টানে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি ভারতের নাগরিকদের কে বাংলাদেশে পুশইন করার জন্য, ১৫০ জন ভারতীয় নাগরিককে একসাথে জোর করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা। গোয়েন্দা সূত্রে এ খবর পেয়ে, বিজিবি অর্ধতন কতৃপক্ষের নির্দেশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) । সীমান্তে টহল জোরদার করা হয়েছে। নোয়াবাদী ও নলগড়িয়া এলাকার বিভিন্ন লোকজনের সাথে আলাপ করে জানা যায়, সীমান্ত এলাকায় বিজিবি কাহা তৎপরতা বেড়ে গেলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী বিভিন্ন মাইকে ঘোষণা দিয়ে জনসাধারণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়ানের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। এখনো পর্যন্ত কোন প্রকার অনুপ্রাচার ঘটেনি হবে পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত