নিজস্ব রিপোর্টার
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ১৩নং আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী বাজারের দক্ষিণ পাশে প্রশাসনের চোখ পাখি দিয়ে তিন ফসলী জমিতে চলছে অবৈধ ভেকু। সরজমিনে গিয়ে দেখা যায় চার পাশে তিন ফসলী জমি ৫ ফুট গবির করে চলছে এ ভেকু। স্থানীয় এক কৃষক নাম বলতে অনিচ্ছুক তিনি প্রতিবেদক কে বলেন আমরা কি করে এখানে ফসল আবাদ করবো পানি দিলে পানি থাকবেনা সার ঔষধ থাকবেনা হয়তে কিছু দিন পরে দেখবো এ জমি ভেঙে পড়েবে তাদের জমিতে। এখন আমাদের এক মাত্র উপায় হচ্ছে নিরব দর্শক হয়ে দেখা আমরা কৃষক মানুষ আমাদের কথা কে চিন্তা করে আর আমরা প্রতিবাদ করতে গেলে আমরা বিপদের মুখে পড়বো তাই করিনা। কারণ আমরা কৃষক মানুষ আমরা চাইলে বড় লোকদের সাথে দন্ধে যেতে পারিনা কারণ আমরা অসহায়। আমরা চাই আপনাদের সংবাদের মাধ্যমে এই ধরনের ঘটনার যেন কঠিন বিচার হয় তা হলে কেউ আর এমন কাজ ভবিষ্যৎতে করতে সাহস পাবেনা। স্থানীয় সাংবাদিকদের তথ্য মতে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং ও বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমিকে হোয়াটসঅ্যাপ অবগত করলেও নিচ্ছে না কোন ধরনের পদক্ষেপ । এতে করে স্থানীয় সাংবাদিকরা হতাশ আসলে হচ্ছেটা কি বরুড়ায়। অন্যদিকে নিউজ আপলোড দেওয়া পর্যন্ত প্রতিবেদকের কাছে আসা তথ্য বলছে ১৫নং পয়ালগাছা ইউনিয়নে অবৈধ ভাবে চলে দিনে আর ১৪নং লক্ষ্মীপুর ইউনিয়নের কে মান্নান রাতের আধাঁরে চালাচ্ছে অবৈধ ভেকু শিরোনাম দিয়ে নিউজ হয় এবং তথ্য দেওয়া হলেও নেয়নি কোন ধরনের পদক্ষেপ। অভিযোগ রয়েছে মাঝে মাঝে থানা থেকে পুলিশ গেলেও কোন এক অদৃশ্য কারণে পুলিশ দেখ আবার চলে আসে তার কারণ জানেনা এলাকাবাসী, এখন সকলের একমাত্র ভরসা কুমিল্লা জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয় সুদৃষ্টি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত