দ্বীপক চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি
নেত্রকোণা বারহাট্টা উপজেলায় মামলাবাজ, লম্পট পিতা মিয়াচান বেপারির বিরুদ্ধে ছেলে সুহেল বেপারি ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেছে।
৭ মে বুধবার সকালে বারহাট্টা আসমা ইউনিয়রে গুমুরিয়া এলাকায় মনসুর আহমেদ মহিলা কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আসমা ইউনিয়নের ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মিয়াচান বেপারির বিরুদ্ধে ছেলে ভুক্তভোগী সুহেল বেপারি, মোঃ কারী মিয়া, মোঃ হাদিস মিয়া, মন্নানসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, মিয়াচান ব্যাপারী একজন লম্পট ও মামলাবাজ। সামান্য বিষয় নিয়ে সে তার নিজের নিজ সন্তান সোহেল ব্যাপারীকে অত্যাচার করে। শুধু সোহেল ব্যাপারিই নয় মিয়াচানের অত্যাচারে এলাকার জনগণ অতিষ্ট। এজন্য এলাকাবাসীর সুরক্ষার জন্য মিয়াচানের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার দরকার।
বক্তারা আরও বলেন, সামান্য কথা কাটাকাটি হলে, মিয়াচানের অন্যায় কোন আবদার কেউ না মানলেই মিথ্যা, ভুয়া মামলা দিয়ে হয়রানি করে। এলাকাবাসীর পক্ষ থেকে দাবী মিয়াচানকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত