আবদুল্লাহ আল হ্নদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিন মেম্বার ও গিয়াস উদ্দিন এর দলের মধ্যে সংঘর্ষ হয়।
২৭শে এপ্রিল ২০২৫ ইং রবিবার রাত ৯টায় সংঘর্ষ শুরু হলে বিজয়নগর থানা পুলিশ গিয়ে সংঘর্ষ থামিয়ে সকালে মিমাংসার জন্য উভয় পক্ষের লোকজন থানায় আসবে বলে প্রতিশ্রতি দেয়।কিন্তু থানায় না এসে আবারও
২৮শে এপ্রিল ২০২৫ইং সোমবার সকালে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরার নির্দেশে বিজয়নগর থানা পুলিশ, সেনাবাহিনী ও ডিবির সহায়তায় সংঘর্ষ থামাতে সক্ষম হয়।
স্হানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাত আধিপত্য ও অনুসারী নিয়ে পাল্লা ভারি করার ক্ষুবে হঠাৎ এ আক্রমণ শুরু হয়।
এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গতরাত সংঘর্ষের কথা শুনে আমরা পর্যাপ্ত ফোর্স পাঠিয়েছি। আজকে সেনাবাহিনী, পুলিশ ডিবির যৌথ প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বর্তমানে পরিচিতি নিয়ন্ত্রণে আছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত