1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কেন্দুয়া সিএনজি স্টেন্ড এর ড্রাইভার কে গলা কেটে হত্যা। বিজয়নগরে জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। নেত্রকোণায় ১ লাখ ৩৫ হাজার ৯ শত হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণঃ আমন আবাদে ব্যস্ত কৃষকরা। বিজয়নগরে ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, শ্যামলকে অভিনন্দন। নেত্রকোণা সদর উপজেলার বিএডিসি ভবন ভাঙ্গার সময় ছাঁদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নুরুল হক নূরের বিজয়নগরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। খালেদা জিয়ার জন্মদিনে বিজয়নগর বিআরডিবির দোয়া মাহফিল লেখক, শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার এঁর মৃত্যু। চান্দুরা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে ডাঃ রফিকুল ইসলামের জন্মদিন পালন

সিরাজগঞ্জে ওসির বিরুদ্ধে মানববন্ধন, হামলায় পুলিশ সহ আহত ৫ জন

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার:- একটি হামলা ও ভাচুরের মামলায় সিরাজগঞ্জের কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনের প্রস্তুতিকালে প্রতিপক্ষ আসামীর লোকজন হামলা করেছে। এতে এক পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছে। হামলা চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আজ শনিবার বেলা ১১টার দিকে কাজীপুর উপজেলার পুরাতন মেঘাই বাজারে এই ঘটনা ঘটে।
সরেজমিনে জানাযায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ ডিসেম্বর কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুর সিংড়াবাড়ি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে বাবলুর স্ত্রী-পুত্র সহ ৬ জন আহত হয়। এঘটনায় বিএনপি নেতা পুত্র মেহেদী হাসান সুমন বাদী হয়ে কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদুল সহ ২৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে আসাদুলও হামলা ভাংচুরের অভিযোগ এনে গত ১৬ ডিসেম্বর বিএনপি নেতা বাবলুর চার পুত্র সহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন বিএনপি নেতা মিজানুর রহমান বাবলু। এমতবস্থায় গত ৫ মার্চ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদুলের দায়ের করা মামলায় আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। এতে ক্ষুব্ধ হন বিএনপি নেতা বাবলুর কর্মী সমর্থক ও এলাকাবাসী। ওসির পক্ষপাত মূলক আচারন ও অপসারনের দাবীতে আজ শনিবার সকালে এলাকাবাসীর উদ্যেগে মেঘাই বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুলের লোকজন লাঠি সোটা নিয়ে হামলা চালায়। হামলায় এক পুলিশ কনষ্টবেল সহ ৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
এবিষয়ে মিজানুর রহমান বাবলু বলেন, মামলা দায়েরের পর থেকে ওসি পক্ষপাতা মূলক আচারক করে আসছে। আমার বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় আমার ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলার খবর পেয়ে আসাদুল দুই দিন পর কাউন্টার মামলা দায়ের করে। অথচ আমার মামলার অভিযোগ পত্র না দিয়ে আগে আসাদুলের মামলার অভিযোগ পত্র দিয়েছে। বিষয়টি কাজীপুরের সবাই জানে। এই পক্ষপাত আচারনের কারনে এলাকাবাসী ওসির অপসারনের জন্য মানববন্ধনের প্রস্তুতি নেয়। এমন সময় লাঠি সোটা এনে হামলা করা হয়। এতে আমার ৪-৫ জন ছেলে আহত হয়েছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, পক্ষপাতের অভিযোগ সঠিক না। দুজন অফিসারকে দুটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আসাদুলের মামলার তদন্ত কাজ শেষ হয়েছে। বিএনপি নেতা বাবলুর ছেলের মামলাও তদন্ত কাজ শেষ পর্যায়ে। কোনটিই আদালতে পাঠনো হয়নি। এখানে ভুল বোঝাবুঝি হয়েছে।
এবিষয়ে জানতে কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদুলকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট