1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। নেত্রকোণা খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট বিজয়নগরে পূজাশেষে মদের পার্টি: দুইজনের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক স্থানীয় সমাজে শোকের ছায়া, উঠছে নানান প্রশ্ন

রাজশাহীর দুর্গাপুরে শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২০২৪ উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠান

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
  1. অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-
    রাজশাহী দুর্গাপুর উপজেলায় গত ২৭ জানুয়ারি শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২০২৪ উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠান ও পতিত সরকারের আমলে কারাবন্দী নেতাকর্মীদের সম্মাননা দিলেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি ।
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে দুর্গাপুর উপজেলা বিএনপি-র সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২৪ এ ভূষিত হওয়ায় এবং পতিত সরকারের গায়েবী মামলায় কারাবন্দীদের সম্মানে এই সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হাজার-হাজার নেতা কর্মীদের উপস্থিতর মধ্য দিয়ে ।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেল বিএনপির আহবায়ক জনাব আবু সাঈদ চাঁদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম (মার্শাল), যুগ্ম আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি।
    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীগণ।
    আহমেদ রেজাউল হক স্বপন (সদস্য সচিব,পৌর বিএনপি, দুর্গাপুর) এর সভাপতিত্বে এবং যুবনেতা মোঃ নাহিদুল হক বিদয় (সাবেক সভাপতি,উপজেলা ছাত্রদল,দুর্গাপুর) এর সঞ্চালনায় সুশৃংখল ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় ।
    শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২৪ অর্জন কারী অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন তাঁর বক্তব্যে বলেন,*শহীদ জিয়া স্মৃতি সম্মাননা/২৪* ছিল আমার রাজনৈতিক জীবনের এক সম্মানজনক অধ্যায়।এটি একটি স্বীকৃতি যা কর্মের মূল্যায়ন বহন করে।আমি মনে করি এই স্বীকৃতি দুর্গাপুর উপজেলা বিএনপির। দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আমাকে সার্বক্ষণিক সহয়তা করে হাসিনা পতন আন্দোলনে ভুমিকা রেখেছেন এ সম্মান তাদের। আমি এ সম্মাননাকে দুর্গাপুর তথা বিএনপির জন্য উৎসর্গ করলাম।আমি চাই অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে সকলেই এমন মর্যাদায় আসীন হোন।
    প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ তাঁর বক্তব্যে বলেন, গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন অনির্বাচিত অবৈধ সরকারের পতন হলেও পতিত আওয়ামী স্বৈরাচার এবং তাদের দেশি-বিদেশি দোসরদের ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। বাংলাদেশ ও দেশের জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রস্তুত। তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্যে তিনি দ্রুত নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন।
    তিনি আরও বলেন, সারা দেশে এই প্রথম কারাবন্দিদের সম্মান দেখিয়ে সম্মাননা পদক প্রদান করা হলো । এটা দুর্গাপুর উপজেলা বাসির গৌরব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট