আব্দুল্লাহ আল হৃদয়,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকেল প্রায় ৪টার গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহলদল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর এবং বিষ্ণুপুর ইউনিয়নের সেজামোড়া এলাকায় অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া মালামাল থেকে ৬,৬১৫ পিস অবৈধ ভারতীয় ইয়াবা এবং ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট বাজারমূল্য প্রায় ১৯,৯৮,৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, ভারত থেকে কোনো ধরণের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত