অঞ্জনা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর রাষ্ট্রীয় সালাম প্রদান শেষে তার নামাজে জানাজা মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সালামে অংশ নেন কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত)সাবরিন আক্তার।পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম আবুল কালাম আজাদ ১৯৫৩ সালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভাঙ্গারছেও নিজ নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ১৯৯০ সালে কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুমের ছোট ভাই অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা, শামসুদ্দিন জানান,গত ২৭ অক্টোবর ঢাকায় শেওড়াপাড়া নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই গত ২৮ অক্টোবর মারা যান। তিনির দুই মেয়ে, ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম আজিজুল রহমান ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার জানাজার নামাজের উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, বীর মুক্তিযোদ্ধাগণ ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত