1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :

সিরাজগঞ্জের হাটিকুমরুলে  ৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুলে  র‌্যাব-১২ এর এক সফল অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে  গত ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ দুপুরে র‌্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, বগুড়ার এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে । অভিযানটি পরিচালিত হয় ‘হাটিকুমরুল বাগিচাপাড়া হোটেল নিউ মায়ের আচল” এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম।’
অভিযানের সময় বিপুল চন্দ্র রায় (২৯) এবং রিপন (২৮)। নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৪ বোতল ফেন্সিডিল ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ও নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট