1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান’ পৌর মেয়র সহ ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩শ জনকে আসামি করে দুই হত্যা মামলা৷৷

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

দাউদকান্দি সংবাদদাতা :- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত শিক্ষার্থী রিফাত হোসেন ও দিন মজুর বাবুর স্বজনরা দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পৃথক দুই মামলায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ও পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন সহ ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩শ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল্লাহ জানান, নিহত শিক্ষার্থী রিফাত হোসেনের মামা আব্দুর রাজ্জাক ফকির বাদী হয়ে রবিবার (১৮ আগস্ট) বিকালে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। একইদিন নিহত দিনমজুর বাবুর প্রতিবেশী লিটন আহম্মেদ পাভেল বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, দু’টি হত্যা মামলায় দাউদকান্দি উপজেলার অপসারিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন ও পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন সহ আরও জনপ্রতিনিধির নাম রয়েছে। যাদের মধ্যে পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও রয়েছেন।
উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আন্দোলনকারী রিফাত(১৬) বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন । ওই রাতেই রিফাত মারা যায়। রিফাত বারপাড়া ইউনিয়নের সুকিপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
পরদিন সোমবার (৫আগষ্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর বিকেলে দাউদকান্দি মডেল থানার সামনে তুজারভাঙ্গা গ্রামের মো.বাবু মিয়া (২৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত বাবু ওই গ্রামের অটোরিকশা চালক আব্দুল মান্নানের ছেলে। বাবু দিনমজুরের কাজ করতেন

সংবাদটি শেয়ার করুন

One response to “কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান’ পৌর মেয়র সহ ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩শ জনকে আসামি করে দুই হত্যা মামলা৷৷”

  1. Howdfy outstanding website! Does running a blog such as this require a large amoujt of work?
    I have very little knowledge of computer programming but Iwas hoping to start my
    own blog soon. Anyway, should you have any ideas or tips for new blog owners please share.
    I kow this is off subject however I simpl wanted to ask.

    Appreciate it! https://bandur-art.blogspot.com/2024/08/the-ultimate-guide-to-no-mans-sky-mods.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট