নিজস্ব প্রতিনিধি ঃ – কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১০ নং উত্তর শিলমুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম এর বিভিন্ন অনিয়মে অভিযোগে উক্ত ইউনিয়ন পরিষদের ৫ নির্বাচিত সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করেন গত ১২/৬/২০২৪ ইং তারিখে অভিযোগ পএটি বরুড়া উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয় ১৩/৬/২০২৪ ইং অভিযোগ টি রিসিভ করেন৷ অভিযোগকারী গন অভিযোগে উল্লেখ করেন৷
* শপত নেওয়ার পর তাহার একক সিদ্ধান্তে রেজুলেশন বিহীন প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করা৷
* উন্নয়ন সহায়তা তহবিলের কাজ২০২২–২০২৩ অর্থবছর হইতে এ পর্যন্ত যে সকল বরাদ্দ এসেছে আমরা এর কিছুই যানিনা কোথায় কি ভাবে কাজ হয়েছে৷
* ১% এর বাস্তবায়ন কোথায় কি ভাবে হয়েছে তার কোন বাস্তবতা নাই ( ১% নাকি চেয়ারম্যানের দাওয়াত খাওয়ার টাকা এটা চেয়ারম্যানের ভাষ্য)
* টি আর ‘ কাবিখা ‘ কাবিটা ‘বরাদ্দের পরিমাণ ‘ বরাদ্দের চিঠি সম্পর্কে আলোচনা মাসিক সভা হয় নাই৷ এবং প্রকল্প বাস্তবায়নের কোনটাই দৃশ্যমান নহে৷
* এডিবি ‘ বিজিবি ‘পিবিজি ‘ বরাদ্দের কোন সভা আজ পর্যন্ত হয়নি৷ এবং বরাদ্দের পরিমাণ এবং প্রকল্প সম্পর্কে মাসিক সভা কিংবা রেজুলেশন নাই৷
* টিসিবি’ ভিজিএফ ‘কম্বল ইউ পি সদস্য ছাড়া নেতা কর্মীদের মাধ্যমে মনগড়া বিতরণ করা৷
* ইউনিয়ন পরিষদের কোন বরাদ্দের চিঠির ব্যাপারে কোন মাসিক সভা সদস্যদের স্বাক্ষরিত রেজুলেশন বিদ্যমান নেই এ ব্যপারে ইউপি সচিব আমাদের পুর্নাঙ্গ তথ্য দেয় নাই৷
* চেয়ারম্যান এর নিজ গ্রামে ৮০% বরাদ্দ দেওয়া হয়৷
* এ পর্যন্ত যত রেজুলেশন জেলা এবং উপজেলায় পাঠানো তার অধিকাংশই ভুয়া৷ আমরা আপনার মাধ্যমে তার তদন্ত চাই৷
* গ্রামআদালত পরিচালনায় ওয়ার্ড মেম্বার বিহীন ব্যক্তিগত লোকজনের মাধ্যমে পরিচালনা করেন৷
অত্যান্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা গত ১৮/৩/২০২৪ ইং উপরোক্ত সকল বিষয় গুলো নিয়ে ১০ জন মেম্বার স্বাক্ষরিত স্মারকলিপি চেয়ারম্যান কে প্রদান করি ( চিঠি সংযুক্ত) চেয়ারম্যান তার জবাব না দিয় আমাদের হুমকি ধমকি এবং গোপনে কয়েক জন মেম্বারের সাথে মিলিত হয়ে সমাজোতা করার চেস্টায় লিপ্ত৷
স্বাক্ষর হুবহু দরখাস্ত আমাদের নিকট সংরক্ষিত ৷
এসব অনিয়ম সম্পর্কে আমরা মুঠোফোনে চেয়ারম্যানের ০১৮৭৮৮৫১৩৮৫ মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন৷
চেয়ারম্যানের বক্তব্য ঃ– আমি এখন কোন বক্তব্য দিতে পারবোনা৷ সাংবাদিকদের বলেন যা পারে তা লিখে দিতে৷
Leave a Reply