==মো. ইকরামুল হক স্টাফ রিপোর্টার,==
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলে পড়ুয়া বরুড়ার ছাত্র সমাজের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১. মুবাশ্বিরুজ্জামান হাসান, ২. ফরিদ উদ্দিন, ৩. সাখাওয়াত অভি, ৪. আমেনা আক্তার প্রিয়া, ৫.. ফারিয়া আজাদ, ৬ , নওশীন সারানিয়া সাওদা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ১. কামরুজ্জামান রিমন, ২. ফেরদৌস রহমান, ৩. গাজী ওবায়দুল হক,৪. ইয়াছিন মিয়া, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হক, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের বরুড়া প্রতিনিধি রোটাঃ মোঃ ওমর সহ প্রমুখ।ছাত্রদের নয় দফার মধ্যে ছিলো ১. কুয়িক রেসপন্স টিম (Quick Response Team) গঠন করা হবে। ২. প্রত্যেকটি ইউনিয়নে অভিযোগ সেল গঠন করা হবে।৩. উপজেলা প্রশাসন ও ছাত্র সমাজের অংশগ্রহণে বাজার মনিটরিং টিম গঠন করা হবে। ৪. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের জন্য আর্থিক ও কল্যাণমূলক ফাণ্ড গঠন করা হবে। পাশাপাশি, বরুড়ার কোন প্রবাসী ভাই ছাত্র আন্দোলন সংহতি প্রকাশ করতে গিয়ে কোন সমস্যাগ্রস্থ হলে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা আহবে।৫. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেওয়া মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। ৬. উপজেলা সাব রেজিস্ট্রার অফিস, হাসপাতাল, নির্বাচন অফিস, শিক্ষা ব্যবস্থা এবং ঠিকাদারি ব্যবস্থাসহ বরুড়ার সকল সরকারি অফিসে দুর্নীতি ও অনিয়ম নিরসনে উপজেলা প্রশাসন ও ছাত্র সমাজের অংশ গ্রহনে একটি মনিটরিং টিম গঠন করা হবে। ৭.উপজেলা পরিষদ, পৌরসভার মেয়র অফিস ইউনিয়ন পরিষদে দুর্নীতি ও অনিয়ম নিরসনে উপজেলা প্রশাসন ও ছাত্র সমাজের অংশ গ্রহনে একটি মনিটরিং টিম গঠন করা হবে।
এ সময় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং বলেন উদ্ধতম কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত