1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। নেত্রকোণা খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট বিজয়নগরে পূজাশেষে মদের পার্টি: দুইজনের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক স্থানীয় সমাজে শোকের ছায়া, উঠছে নানান প্রশ্ন

সিরাজগঞ্জ জেলা কারাগারে গোলাগুলি৷ খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত কারাগারে এসে পরিস্থিতি শান্ত করেন।

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দেওয়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জামিনপ্রাপ্তদের বের হওয়ার সুযোগে অন্যান্য বন্দিরা বের হওয়ার চেষ্টা করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়েন কারারক্ষীরা। পরে খবর পেয়ে সেনাবাহিনীর
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনৈতিক মামলার সব আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে বন্দিদের স্বজনরা সকাল থেকেই কারাগারের সামনে ভিড় করেন। বিকেল ৪টার দিকে রাজনৈতিক ও সম্প্রতিক কোটা আন্দোলনে গ্রেফতার ২৩ জনকে ছেড়ে দেওয়া হবে বলে কারা কর্তৃপক্ষ স্বজনদের জানান। কিন্তু এসময় অন্য বন্দিরা জোরপূবর্ক বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে কারাগারের ভেতর ও বাইরে বন্দিদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত কারাগারে এসে পরিস্থিতি শান্ত করেন।
উল্লাপাড়া উপজেলার অলিদহ গ্রামের জামিনপ্রাপ্ত এক আসামির স্বজন আব্দুল মোতালেব। তিনি বি এন টিভি নিউজকে বলেন, ‘রাজনৈতিক মিথ্যা মামলায় আজ আমার এক আত্মীয়ের মুক্তি দেওয়ার কথা। এজন্য কারাগারে এসেছি। তবে কারাগারের সামনে দাঁড়িয়ে থাকার পর ভেতরে হঠাৎ একটানা ২০ মিনিট গোলাগুলির শব্দ হয়।’
জেল সুপার এএসএম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ন্যাশনাল টিভি নিউজকে বলেন, আদালতের আদেশে গতকাল ১৫১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ ২৩ জনকে মুক্তি দেওয়ার কথা। তাদের মুক্তি দেওয়ার সময় জামিনপ্রাপ্তদের সঙ্গে কারাবন্দিরাও বের হওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিছুক্ষণ ফাঁকা গুলি করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের কারাগারের ভেতরে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে আজকের জামিনপ্রাপ্তদের আগামীকাল মুক্তি দেওয়া হবে বলে জানান তিনি।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান বি এন টিভি নিউজকে বলেন, জামিনপ্রাপ্তদের মুক্তির খবরে সাজাপ্রাপ্ত হাজতিরাও সংঘবদ্ধভাবে বের হওয়ার চেষ্টা করেন। এসময় কারারক্ষীরা সেটা প্রতিহত করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট