অঞ্জনা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ:-
১লা জুন ২০২৪ মালয়েশিয়ার ইন্টার ন্যাশনাল কোম্পানি ডি এক্স এন (দেইশান বাংলাদেশ) এর আয়োজনে রাজবাড়ীতে ডি এক্স এন সার্ভিস সেন্টার এর শুভ উদ্ভোদন ঘোষণা করা হয়। উক্ত উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্সএন স্টকিস্ট ডিপার্টমেন্টের হেড মি.আমিনুজ্জামান (পি.আই.সি) দেইশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি: মি.আকরাম হোসেন(DD) প্রোগ্রাম পরিচালনা করেন মি.সুরুজ মিয়া 'SD' (অনার DXN সার্ভিস সেন্টার রাজবাড়ি) বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে DXN সদস্যরা রাজবাড়ী ডিএক্সএন সার্ভিস সেন্টারে আসেন এবং প্রোগ্রামে অংশগ্রহণ করেন। প্রোগ্রাম শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয় এবং সকলকে মিষ্টিমুখ করানো হয়। মি.সুরুজ মিয়া দোয়া চেয়ে বলেন আরো ভালো সার্ভিস দেওয়া হবে ইনশাল্লাহ। যেন সকলেই সকলের জায়গা থেকে কাজ করে এগিয়ে যেতে পারে অর্থনৈতিক সুবিধা পেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত