লিটন মজুমদার :চীফ রিপোর্টার
বরুড়া “কুমিল্লা :আজ ২১মার্চ ২০১৪ইংবৃহস্পতিবার কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অবৈধভাবে ড্রেজার
মেশিন দিয়ে ফসলী জমি থেকে বালু উত্তোলনের দায়ে নগর পঞ্চাশ হাজার (৫০,০০০/)টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ইলিয়াছ (৩০)
পিতা-মৃত আলী আশ্রাফ,
গ্রাম: কানাইল পোঃ ঝলম, বরুড়া, কুমিল্লা। বালু মহাল মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নু এমং মংমারমা বলেন জনস্বার্থে ভবিষ্যতে
এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply