নিজস্ব রিপোর্ট :- কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়নের মনোহরপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি ও বালু উত্তোলন করার সময় ০১ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়। ড্রেজার দিয়ে বালু তোলার কারনে পাশের কৃষি জমিতে ভাঙ্গনের আশংকা তৈরি হচ্ছে । এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ অপরাধ আমলে নেয়া হয়। অভিযুক্ত ব্যক্তি মোঃ ইব্রাহিমের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০,০০০/- জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার, নু- এমং মারমা ‘ এসময় বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, উপস্থিত ছিলেন৷ জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান৷
Leave a Reply